টাঙ্গাইলের মির্জাপুরে বয়ঃসন্ধিকালে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনামূলক সেবা বিষয়ক সভা হয়েছে। বুধবার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফ, নেদারল্যান্ডস সরকার ও মির্জাপুর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, মির্জাপুর প্রেস ক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন