পটুয়াখালীর গলাচিপা থানার পাশে সুশীল কৃষ্ণ বাবুল কুণ্ডের তেলের পাইকারি দোকানে গতকাল গভীর রাতে চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।
দোকানের মালিক সুশীল কৃষ্ণ বাবুল কুণ্ড জানান, থানা সংলগ্ন সদর রোডে গতকাল রাত ৯টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাসায় চলে যান। বুধবার সকালে দোকানে এসে দেখতে পান, দোকানের পেছনের গুদাম ঘরের দরজার টিন খুলে ক্যাশ বাক্স ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। এ সময় গুদাম ঘরের ভেতর থেকে তালাবদ্ধ ছিল। দোকানের মালিক ধারণা করছেন, শ্রমিকদের কাজের কোনো এক সুযোগে চোর আগে থেকেই গুদাম ঘরে ঘাপটি মেরে ছিল।
এ বিষয়ে গলাচিপা পৌরসভার বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, এভাবে প্রশাসনের নাকের ডগায় চুরি হলে ব্যবসায়ীদের মনোবল হারিয়ে যাবে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ঘটনাটি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন