ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণপুর ইউনিয়নের বাজারকান্দি গ্রামের আফছার প্রামানিককে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে সদরপুর উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা আফছার প্রামানিকের হত্যার সঙ্গে জড়িত হান্নান প্রামানিকসহ অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাইনদ্দীন প্রামানিক, সারোয়ার প্রামানিক, আমেনা বেগম, পার্বতী বেগম, ইমরান হোসেন প্রমুখ।
পরে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি পূর্ব শত্ত্ররুতার জের ধরে আফছার প্রামানিককে নির্মমভাবে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২ ফেব্ব্ররুয়ারি মারা যান আফছার প্রামানিক।
বিডি প্রতিদিন/আল আমীন