গাইবান্ধা-৩(পলাশবাড়ি-সাদুল্লাপুর) আসনে সরকার দলীয় সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকারের মৃত্যুতে উপ-নির্বাচনে প্রার্থী হিসাবে সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সাদুল্যাপুর উপজেলা চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লবের নাম ঘোষণা করেন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ ডিসেম্বর সাংসদ ডা. ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করেন। ফলে এ আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হতে অনেক আগ্রহী ব্যক্তি পোস্টার ও ব্যানারে জনগণের দোয়া চাইছেন। এ অবস্থায় বিভ্রান্তি দূর করতে উপজেলা আওয়ামী লীগ দলীয় সভায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে সাহারিয়া খাঁন বিপ্লবকে দলীয় একমাত্র প্রার্থী হিসাবে ঘোষণা দেয়া হলো।
এতে আরও জানানো হয়, তৃণমূল পর্যায়ের এ সিদ্ধান্ত কেন্দ্রে প্রেরণ করা হয়েছে এবং তারা আশা করছেন এই প্রক্রিয়ায় নির্বাচিত প্রার্থীকেই দলীয় মনোনয়ন দিলে দলে শৃঙ্খলা বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, মো. আব্দুল জলিল, জিল্লুর রহমান খন্দকার, শামসুজ্জোহা প্রামানিক, যুগ্ম সম্পাদক রুহুল আলম, রঞ্জিত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোন্তেজার রহমান চঞ্চলসহ উপজেলার ১১ ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
বিডি-প্রতিদিন/শফিক