জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) টাঙ্গাইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদ স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
টাঙ্গাইল জেলা জাসদের সভাপতি হাছান মাহমুদ চান্দুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান ও আফজাল হোসেন জকি। টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মনজুর রহমান মজনুর সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক