সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদের বাথরুমের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় শুকুর আলী (৭৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উল্লাপাড়া পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়। শুকুর আলী কয়ড়া ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সকালে কেন্দীয় জামে মসজিদের বাথরুমের ছাদে বৃদ্ধ শুকুর আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করে।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুর রহস্য জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন