কিশোরগঞ্জের ভৈরবে চৈতি বেগম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন বউ বাজার এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। চৈতি বেগম ওই এলাকার সাগর মিয়ার স্ত্রী এবং হেলাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে সাগর ও চৈতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে চৈতির ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ চৈতির স্বামী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন