ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল গ্রামের ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির।
বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত প্রাথমিক শিক্ষা অফিসার লিটন দাস, সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল হাই, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন স্কুলের ট্রেজারার ইঞ্জিনিয়ার আব্দুল কুদ্দুস ফকির। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুন নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল এর সার্ভিস অফিসার আব্দুল মান্নান রিপন। অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিজয়ী পুরস্কার তুলে দেন।
বিডি-প্রতিদিন/মাহবুব