‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ পালিত হয়েছে। নাটোর জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে স্বাধীনতা চত্বর মাদরাসা মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর জেলা শাখার সংগঠক অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, নাটোর জেলা তথ্য অফিসার জনাব মো. মিজানুর রহমান, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো. নাজবীর হাসান। আলোচনা শেষে পুরস্কার ও সনদ প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন