খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগ। বুধবার খাগড়াছড়িতে জেলা ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা এর আয়োজন করে। সমাবেশে মেয়াদ উর্ত্তীণ জেলা ছাত্রলীগের সভাপতি জিকু চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অর্থ আদায়ের মাধ্যমে বিএনপি জামাতের সক্রিয়দের ৯টি উপজেলার বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত করার প্রতিবাদ জানানো হয়।
নেতাকর্মীরা খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা জেলা ছাত্রলীগের কমিটি ও উপজেলা কমিটিগুলো বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। একইভাবে এ দুই নেতাকে খাগড়াছড়িতে অবাঞ্চিত ঘোষণা করেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে নেতৃবৃন্দ।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খোকন চাকমা, যুগ্ম সম্পাদক অভিক মোহন ত্রিপুরা, রেজাউল করিম, দেলোয়ার হোসেন, শ্রীকান্ত দেব, বাপ্পী চৌধুরী, কিশোরময় ত্রিপুরা, সাইফুল ইসলাম ও জিয়াউর রহমান। এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি জেলা ছাত্রলীগের সভাপতি জিকু চাকমা ও সাধারণ সম্পাদক জহির উদ্দীন ফিরোজের।
বিডি-প্রতিদিন/শফিক