কিশোরগঞ্জের কুলিয়ারচরে সোহাগ খান (২৮) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সুতি রেল স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ভৈরব রেলওয়ে পুুলিশ। নিহত সোহাগ খান কুলিয়ারচর উপজেলার উত্তর মাইজগাঁও গ্রামের আকবর খানের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের নীচে কাটা পড়েন সোহাগ খান। পরে স্থানীয় লোকজন বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে ভৈরব থেকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়সুতি রেল স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার