চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিরেশ্বরপুর এলাকায় আজ বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে মিতু (১১) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মিতু উপজেলার বচ্চামারি এলাকার জামাল উদ্দিনের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
ভোলাহাট থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, উপজেলার বিরেশ্বরপুর এলাকায় একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বুধবার বেলা ১১টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে। সকালে শিশুটি স্কুল ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়। ধারণা করা হচ্ছে, স্কুল যাবার সময় পা পিছলে পুকুরে পড়ে গিয়ে ডুবে মারা যায় মিতু।
বিডি-প্রতিদিন/শফিক