‘পড়বো বই, গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে সিরাজগঞ্জের তাড়াশে আব্দুল লতিফ গণপাঠাগারের আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাবাজার সংগঠন কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের প্রভাষক এম এ আজিজ।
সংগঠনের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সরকার, ইউনিয়ন পরিষদের সদস্য ইসহাক আলী, গোন্তা সিনিয়ার আলীম মাদ্রাসার শিক্ষক সোলায়ামান, ইউনিয়ন য্বুলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন