বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড থেকে ৩শ’ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই সড়কের ২ নম্বর ওয়ার্ডের ফরিদ আলমের বাড়ির সামনে থেকে তাকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটক যুবক মো. রাসেল হাওলাদার (২৩) ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর এলাকার মৃত কামাল হাওলাদারের ছেলে এবং সে পেশায় একজন টাইলস মিস্ত্রি।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খায়রুল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ একজন আটকের ঘটনায় কাউনিয়া থানার এসআই মিরাজ মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/শফিক