শীতের প্রায় শেষ মুহূর্তে রাঙামাটির বরকলে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি জেলা পরিষদ। আজ বুধবার সকালে জেলার বরকল ভুষনছড়া ইউনিয়নে প্রতিষ্ঠানটির উদ্যোগে পাহাড়ে বসবাসরত বাসিন্দাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
তবে এ শীত বস্ত্র নিয়ে অসন্তষ প্রকাশ করেছেন সুবিধা বঞ্চিতরা। তাদের অভিযোগ, শীতের শেষ মুহূর্তে এ শীতবস্ত্র তেমন কোন কাজে আসবেনা তাদের। এ উদ্যোগ আগে নিলে হয়তো তীব্র শীতের মধ্যে এতোগুলো দিন পাড় করতে হতো না পাহাড়ে বসবাসরত সুবিধা বঞ্চিত মানুষগুলোর।
রাঙামাটি বরকল উপজেলার ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন বলেন, রাঙামাটি জেলার দূর্গম উপজেলা বরকল। এখানে স্বাভাবিকের তুলনায় বেশি শীত পড়ে। যেহেতু মাঘ মাস শীতের তীব্রতা বেড়ে গেছে কয়েকগুন। পাহাড়ের বিশাল জনগোষ্ঠীর জন্য এ শীতবস্ত্র খুবই অপতুল্ল।
এ ব্যাপারে রাঙামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, রাঙামাটি জেলার ১০টি উপজেলার পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে এ শীত বস্ত্র। রাঙামাটি জেলার মধ্যে সব চেয়ে দুর্গম উপজেলা বরকল তাই এসময়ে শীত বস্ত্র বিতরণ করতে হচ্ছে। এছাড়া পাহাড়ের বিভিন্ন অঞ্চলে জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরন কর্মসূচি অব্যাহত থাকবে।
রাঙামাটি বরকল ভুষনছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া। এসময় রাঙামাটির বরকল উপজেলার ৪নং ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ