সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় পিকআপের ৩ আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুরুল আমিন (৫৫), ফজলু বেপারী (৬০) ও মোহাম্মদ হান্নান (৪২)।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবু রায়হান বলেন, ঢাকামুখী কাঁচা মরিচ বোঝাই একটি পিকআপকে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩ ব্যক্তি নিহত হন। এ ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিডি-প্রতিদিন/শফিক