বগুড়া শহরের সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে শহীদ মিনারের উদ্বোধন শেষে শিক্ষার্থীরা সেখানে শ্রদ্ধা নিবেদর করেন। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি।
প্রতিষ্ঠানের সভাপতি ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, আশরাফুর রহমান, শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহেল কাফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের বাংলাদেশ। বঙ্গবন্ধুর ডাকে দেশের মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদেরকে অবগত করতে হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ