ঝিনাইদহের কালীগঞ্জে নারী মাদকব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ছোলনা গ্রামের সহিদ মোল্লার ছেলে মহসিন মোল্লা (৩১), একই জেলার শোতাসী গ্রামের নান্নু বিশ্বাসের মেয়ে লাবনী খাতুন (২৭) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা থানার হেল্লো গ্রামের শফিকুল মোল্লার স্ত্রী সুমিতা বেগম (৩০)।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সেসময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ বুধবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ