কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নকল সরবরাহ করায় সিদ্দিক হোসেন নামে এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এগারসিন্দুর ঈশাখাঁ আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক। আজ বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. লুৎফর রহমান এ সাজা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে আজ দাখিল ইংরেজি পরীক্ষা চলাকালে শিক্ষক সিদ্দিক হোসেন মোবাইল ফোন নিয়ে একটি হলে ঢুকেন। এ সময় তিনি অনিয়মিত ছাত্রদেরকে মোবাইল ফোন থেকে নকল সরবরাহ করছিলেন। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) হাতেনাতে ধরে ফেলেন।
অভিযুক্ত শিক্ষক ঘটনা স্বীকার করার পর তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার