লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে হত্যার হুমকির পর এবার তার বাড়ি যাওয়া রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সপরিবারে অবরুদ্ধ হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম।
মঙ্গলবার রাতে বাঁশের বেড়া দিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করা হয়। বুধবার সকালে ঘুম থেকে উঠে রাস্তা বন্ধ দেখতে পান তিনি।
এর আগে পরিবার ও তার জীবনের নিরাপত্তা চেয়ে ১৯ জানুয়ারি আদিতমারী থানায় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সম্পাদক সালেকুজ্জামান প্রামানিকসহ ১২জনের বিরুদ্ধে জিডি করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম ।
উপজেলা বিএনপির সম্পাদক ও দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামানিককে তার ব্যবহৃত মোবাইল কয়েক দফায় ফোন করেও তাকে পাওয়া যায়নি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন