দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জিত চন্দ্র শীল নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুর হতে নিজ বাড়ি সেতাবগঞ্জ পৌরসভার ডাঙ্গীপাড়ায় ফেরার পথে রঞ্জিত চন্দ্র শীল ট্রাক্টরের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন।
নিহত রঞ্জিত চন্দ্র শীল (৩৫) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ডাঙ্গীপাড়া মহল্লার মৃত গোবিন্দ চন্দ্র শীলের ছেলে। এ ঘটনার সময় এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে বোচাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তা হেফাজতে নেয়। তবে চালক পলাতক রয়েছে। বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক