নেত্রকোনার পূর্বধলায় ট্রেনের ধাক্কায় ৬৫ বছরের এক অজ্ঞাত বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ৪৯নং জারিয়াগামী ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
পুর্বধলা স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ঢাকা থেকে জারিয়াগামী বলাকা ট্রেনটি পূর্বধলা স্টেশন পার হয়ে ভিতগাঁও নামক স্থানে পৌঁছালে বৃদ্ধা নীচে পড়েন। তবে বৃদ্ধার কোন পরিচয় পাওয়া যায়নি। জিআরপি পুলিশকে অবগত করা হলে তারা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক