তিনটি গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ না থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে ফুলবাড়ী উপজেলার দুই শতাধিক একর জমির বোরো চাষ। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলদিপুর ইউনিয়নের ইসমাইলপুর, গকুল ও জয়ন্তি মৌজায় প্রায় দুই শতাধিক একর জমির বোরো চাষ নিয়ে শঙ্কায় স্থানীয় কৃষকরা। পল্লী বিদ্যুৎ ও নেসকোর রশি টানা-টানি বন্ধ করে গভীর নলকূপগুলোতে বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবি জানান ভুক্তভোগী কৃষকেরা।
ইসমাইলপুর এলাকায় সেচের অভাবে পড়ে রয়েছে আবাদি জমি। কৃষকরা সেচের অভাবে বোরো রোপন করতে পারছেনা, কৃষকেরা জানায় এক সপ্তাহের মধ্যে সেচ দেয়া না হলে তারা বোরো রোপন করতে পারবেন না।
ফুলবাড়ী উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, কৃষকের বিষয়টি সামনে রেখে নেসকো এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি, আপনারা বিদ্যুৎ সংযোগ দিবেন তা নিজেরাই সমাধান করেন। আমি চাই এ মওসুমেই যেন ওইসব জমিতে বোরো আবাদ করা যায়। পরে তারা নিজ নিজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন বলে জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার