মাগুরা সদর উপজেলার রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনালেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা জেলা পরিষদের সহযোগিতায় মুজিববর্ষ উপলক্ষে রাউতড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে মুক্তিযুদ্ধের গল্প শোনান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে রণাঙ্গনের দুই মুক্তিযোদ্ধা রওশন আলী ও আব্দুল আজিজ যুদ্ধের গল্প শোনালেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিচুর রহমান খোকন, সমাজসেবক প্রদীপ কুমার ঘোষ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান।
জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে জেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন