ময়মনসিংহের হালুয়াঘাটে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। কর্মসূচির শুরুতে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন উন্নয়নের ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খায়রুল আলম ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, ঝর্ণা ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা হালুয়াঘাটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কমিশনার পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/আল আমীন