ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চারগাছ এন. আই. ভূইয়া ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারার বিধিমালা লঙ্ঘন করে কলেজে ক্লাস নেয়ার অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে।
জানা যায়, উপজেলার চারগাছ এন আই ভূইয়া ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা চলছিল। কলেজের সবকটি ভবন পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা সীমানার অভ্যন্তরে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি পরীক্ষা চললেও ১০, ১৩ এবং ১৬ ফেব্রুয়ারি কলেজের পাঠদান চলবে মর্মে নোটিশ করে জানিয়ে দেন সকল শিক্ষকদের। তারই প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি কলেজ খোলা হয় পাঠদানের উদ্দেশে। এতে ছাত্র এবং কলেজ শিক্ষকদের উপস্থিতিতে এক ভিন্ন পরিবেশ তৈরি হয় এসএসসি পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারার সীমানায়।
চারগাছ এনআই ভূইয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান বলেন, এসএসসি পরীক্ষা কেন্দ্রের ১৪৪ ধারা এলাকায় কলেজে পাঠদানের উদ্দেশ্যে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতি পরীক্ষা কেন্দ্রের আইনের লঙ্ঘন বটে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ নিয়েই পাঠদানের জন্য খোলা হয়েছে কলেজ।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষানুরাগী মতিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ধারা সীমা লঙ্ঘন করে কলেজ খোলা যাবে না। তবে বৃহস্পতিবার সকালের চারগাছ কলেজের হট্টগোলের বিষয়টি তাঁকে কেউ অবহিত করেননি। কলেজ অধ্যক্ষ গেইট এবং দরজা বন্ধ করে নবনির্মিত ভবনে পাঠদানের কথা তাঁকে জানিয়েছিল। তিনি বলেছিলেন এসএসসি পরীক্ষা কেন্দ্রের কোনো প্রকার বিঘ্ন হলে পাঠদান করা যাবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার