ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বার (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের প্রাতঃবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু জানান, গত কোরবানি ঈদের পর বর্তমান ইউপি মেম্বার শাহআলম দুই ভাইকে রকেট মেম্বারের লেকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরাইল প্রাতঃবাজার এলাকায় শাহআলম মেম্বারের পক্ষের ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা ২টি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এসময় বাজারের লোকজন আতংকে দিক-বেদিক পালাতে থাকে। এসময় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, যে কোনো ধরনের অনাকাঙ্কিত ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার