নোয়াখালীর সুবর্ণচরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম নামে একজনকে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে ইব্রাহিমকে আসামি করে একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইব্রাহিম (৩৫) উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে। তিনি পেশায় মোবাইল মেকানিক।
মামলা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইব্রাহিম ও মামলার বাদী আত্মীয়-স্বজন। সে সুবাধে বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিম একাধিকার ওই কিশোরীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। যার ফলে ওই তরুণী বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি ইব্রাহিমকে জানালে সে তাকে বিয়ে করতে রাজি হয়নি।
ফলে গতকাল বৃহস্পতিবার ওই তরুণী বাদী হয়ে ইব্রাহিমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করলে পুলিশ ইব্রাহিমককে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করে। চর জব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার দুপুরের দিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক