ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পৌর এলাকায় টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড সন্তান। আজ সকাল ১১টায় পৌর এলাকার ২নং ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ঘাতক পুত্র পলাতক রয়েছে।
জানা যায়, বেশ কয়েকদিন ধরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আমির হোসেন (৫০) এর পুত্র শুভ আহাম্মদ (২৫) ব্যবসার জন্য পাঁচ হাজার টাকা চাচ্ছিল। টাকা না দেওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। আজ সকালে শুভ টাকার জন্য ফের চাপ সৃষ্টি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভ বাড়ি থেকে দা এনে পশ্চিমপাড়ায় রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করে । ঢাকা যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনোজিত রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী পুত্র শুভকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল