ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজক আলী (৩৫) নামে একজন ভ্যান চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার হল মার্কেটের সামনে। নিহত রেজক উপজেলার হাকিমপুর গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে ভ্যান চালিয়ে উপজেলা শহরের দিকে আসছিল রেজক। পথিমধ্যে শৈলকুপা হল মার্কেটের সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সাজোরে ধাক্কায় দেয়। এ সময় তিনি ভ্যান থেকে ছিটকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/আল আমীন