লাকসাম উপজেলা শিল্পকলা একাডেমির কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সভার মাধ্যমে ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।
লাকসাম উপজেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, সহ-সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাড. রফিকুল ইসলাম হিরা, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, রুহুল আমিন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ চেয়ারম্যান, সদস্য যথাক্রমে- সহকারী কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, কে.এম মাহবুবুর রহিম, সাংস্কৃতিক কর্মী গোলাম রাব্বানী, সুশীল আশ্চর্য্য, লিটন সিংহ।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা জানান, লাকসামের সাংস্কৃতিক অঙ্গনকে জাগ্রত করাই উপজেলা শিল্পকলা একাডেমির মূল লক্ষ্য। ইতোমধ্যে এলজিআরডি মন্ত্রীর আন্তরিকতায় শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের জন্য বরাদ্দ এলেও জায়গার অভাবে করা যাচ্ছে না। শীঘ্রই জমি অধিগ্রহনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ