২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪৫

পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালিত

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা  দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে গলাচিপার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের জনসাধারণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

পরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদদের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠ থেকে প্রভাতফেরি শুরু হয়ে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটোসহ বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারি এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর