নোয়াখালীতে ‘ধর্ষণের প্রতিবাদে আমরা নেমেছি পথে’এই শ্লোগানে আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় জেলা শহরের পৌর পার্কে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ভিন্নধর্মী এ আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নোয়াখালী আবৃত্তি একাডেমিসহ বিভিন্ন আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে নারী জাগরণের বিভিন্ন কবিতা আবৃত্তি করেন শিল্পীরা।
এ সময় ধর্ষণের বিরুদ্ধে আবৃত্তিশিল্পীদের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কবি আখতার জাহান শেলী, নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এমদাদ হোসেন কৈশোর, উপদেষ্টা দিদারুল ইসলাম ও আবু নাছের মঞ্জু।
অনুষ্ঠানে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এসব ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা