২৬ মার্চ, ২০২০ ২২:১৩

বগুড়ায় করোনাভাইরাস সতর্কতা নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় করোনাভাইরাস সতর্কতা
নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। করোনাভাইরাস সতর্কতার কারণে সরকারি সিদ্ধান্তে একেবারে স্বল্প পরিসরে কর্মসূচি পালিত হয়। তবে কোথাও কোনো জনসমাগম ছিল না। খুব সংক্ষিপ্তভাবে এই কর্মসূচি পালন করা হয়। 

দিবসটি পালনে বগুড়া জেলা প্রশাসনের গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বগুড়া জেলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শিশু একাডেমির চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্র জমা দান, মসজিদগুলোতে দোয়া ও মোনাজাত, অন্যান্য উপসনালয়ে প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারসহ অন্যান্য স্থানে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধাদের কাছে উপহার প্রেরণ ও সরকারি, বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ। বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাসহ সরকারি কর্মকর্তাগণ অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস, আওয়ামী লীগ, বিএনপি, বগুড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া তাদের সকল কর্মসূচি স্থগিত রেখেছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর