নেত্রকোনার কলমাকান্দায় মানুষকে ধোঁকা দিয়ে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার দায়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বাজারে করোনাভাইরাসের ওষুধ বিক্রি করার সময় উপজেলা নির্বাহী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭)।
ইউএনও মো. সোহেল রানা বলেন, শনিবার দুপুরে উপজেলার গোবিন্দপুর বাজারে মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন বলে স্থানীয় লোকজন জানান। পরে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীমকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই ব্যক্তি লিফলেট এর মাধ্যমে প্রচারণা চালানোসহ করোনাভাইরাসের ওষুধ বিক্রি করছিলেন। এ ঘটনায় ভোক্তা অধকিার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৪ ধারায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল