শিরোনাম
৬ এপ্রিল, ২০২০ ২২:১৩

নেত্রকোনায় রিকশাচালকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় রিকশাচালকের মৃত্যু নিয়ে বিভ্রান্তি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক রিকশাচালকের মৃত্যু নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কেন্দুয়া পৌরসভার ৯নং ওর্যাডের নল্লা গ্রামের রিকশাচালক খাইরুল ইসলাম (১৮)  সোমবার সকালে সাড়ে ৬টার দিকে মারা যান।

রিকশাচালক কিশোর নল্লা গ্রামের রমজান আলীর ছেলে।

খবর পেয়ে সোমবার কেন্দুয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম মৃতের নমুনা সংগ্রহ করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠান।

মেডিকেল টিমের ডা. শাহেদ হাসান জানান, মৃত ব্যক্তির নমুনা সগ্রহ করে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির দেহে করোনা উপসর্গ ছিল কিনা এখনই তা বলা যাবেনা। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, এ তথ্য বিভ্রান্তিমূলক মনে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম বলেন, মৃত খাইরুল ইসলামের বিষয়টি গুজব ছড়ানো হতে পারে। মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত নয়। তবুও নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর