দিনাজপুরের চিরিরবন্দরে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ওষুধের দোকানে দেড় লাখ টাকা জরিমানা দাবি করায় নুর মোহাম্মদ ওরফে আকাশ (২৯) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করার ঘটনা ঘটেছে। গত ১৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাটে এ ঘটনাটি ঘটেছে।
আটক ভুয়া ম্যাজিস্ট্রেট নুর মোহাম্মদ ওরফে আকাশ নীলফামারী সদরের ধনীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।
ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার জানান, ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে নুর মোহাম্মদ ঠাকুরেরহাটে শহিদুল ফার্মেসিতে গিয়ে দোকান মালিককে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা জরিমানা করে অর্থ আদায়ের চেষ্টা করে। এসময় ওই ম্যাজিস্ট্রেট'র আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত জনতা তাকে আটক করে চিরিরবন্দর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ভুয়া ম্যাজিষ্ট্রেট নুর মোহাম্মদকে জনতা পুলিশে সোর্পদ করে। রাতেই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের সংকট বিবেচনা করে বিষয়টি নীলফামারী সদর থানাকে অবহিত করে এবং ২ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার