২৮ এপ্রিল, ২০২০ ১৬:৫৯

ব্যবসায়ীর বাড়িতে মিলল কৃষি প্রণোদনার সার ও বীজ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ব্যবসায়ীর বাড়িতে মিলল কৃষি প্রণোদনার সার ও বীজ

বগুড়ার নন্দীগ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে কৃষি প্রণোদনার সার ও বীজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই ডিলার পলাতক রয়েছে।

সোমবার রাতে ব্যবসায়ী মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সরকারি বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫ কেজি ওজনের ৫ বস্তা বীজ, এমওপি সার ২২ বস্তা, বিওপি সার ৪৪ বস্তা তার বাড়ি থেকে জব্দ করা হয়। অভিযানের কথা জানতে পেরে ব্যবসায়ী মেহেদী পালিয়ে যান।

জানা গেছে, সোমবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারিমন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামের সার ও বীজ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী পালিয়ে যায়। উদ্ধারকৃত সার-বীজ সরকারের কৃষি বিভাগের কৃষকের প্রণোদনার বলে জানা গেছে।

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আকতার জানান, উদ্ধারকৃত সার বীজ সরকারের কৃষি বিভাগের এটা নিশ্চিত হওয়া গেছে। কীভাবে সার-বীজ ব্যবসায়ীর বাড়িতে আসলো সে বিষয়ে তদন্ত করে দেখা হবে।

নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ জানান, ইউএনও’র নেতৃত্বে অভিযানে উদ্ধারকৃত সার বীজ কৃষি বিভাগের কৃষকের প্রণোদনার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর