লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেল ও ধান মাড়াই মেশিনের সঙ্গে সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরল আমিন সরকার।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ও লাভলু হোসেন নামে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে কাপড় নিয়ে পাটগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে আসা ধান মাড়াই করা একটি মেশিনের সঙ্গে সংঘর্ষ হলে দুইজনই আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলামের মৃত্যু হয়।
নিহত রবিউল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউপির কদমতলা এলাকার আব্দুস ছামাদের ছেলে ও একজন কাপড় ব্যবসায়ী।
বিডি প্রতিদিন/এ মজুমদার