নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবু কালাম (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেলে কিশোরগঞ্জ-রংপুর সড়কের জুম্মাপাড় এলাকায় কাভার্টভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম রাজধানী ঢাকার গুলশান এলাকার শেখ হাসেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ডিমলা থেকে ঢাকাগামী ট্রাকের (ট-১৯-১০৯৫) সাথে বিপরিত দিক থেকে আসা কাভার্টভ্যানের(ট-২২-০৮১৫) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার কালাম মারা যান।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুন উর রশিদ জানান, দুর্ঘটনায় আহত দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ