কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখ পীর নামক স্থানে মঙ্গলবার বিকেলে ট্রাক (লরি) ও সিএনজি অটো রিকশার সংর্ঘষে সাজেদা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি অটোরিশকার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল কসবা থেকে অটোরিকশাটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে তিনলাখ পীর এলাকায় বিপরীতমুখী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সাজেদা বেগম মারা যান। নিহত সাজেদা বেগম কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামের শামসুল করীম ওরফে দুলাল মিয়া স্ত্রী।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ