ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় এক চিকিৎসক ও এক সেবিকাসহ আরও ৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
১৩টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। এরপর ৪টির ফলাফল পজেটিভ ও ৯টি নেগেটিভ আসে।
আক্রান্তরা হচ্ছেন- কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকাসহ দুইজন সাধারণ রোগী।
তারা সম্প্রতি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। যারা আক্রান্ত হয়েছেন তাদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২ জনে দাঁড়ালো।
বুধবার সকালে সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ