করোনা প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও চাঁপাইনবাবগঞ্জের কাঁচাবাজারগুলোতে মানুষের ভিড় বেড়েই চলেছে। বিক্রেতারা বলছেন, রোজার মধ্যে বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি থাকে। আর ক্রেতারা বলছেন, রোজার দিন তাই তাড়াতাড়ি বাজার করতে গিয়ে সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। আজ বুধবার সকালে শহরের নিউমার্কেট সংলগ্ন কাঁচাবাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের মাঝে করোনা নিয়ে বিন্দুমাত্র সচেতনতা নেই। সামাজিক দূরত্ব বজায় রেখে যে বাজার করতে হবে সেদিকেও তাদের কোন লক্ষ্য নেই।
এছাড়া কাঁচাপণ্যের দোকানের সামনে গোল বৃত্ত’র মধ্য থেকে ক্রেতাদের পণ্য ক্রয় করার নির্দেশনা থাকলেও তারা তা মানতে নারাজ। তবে ভ্রাম্যমাণ আদালত মাঝে মধ্যে অভিযান চালালে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়। আর চলে যাবার পর আবার আগেরমতই অবস্থায় ফিরে আসে। অনেক বিক্রেতা এবং ক্রেতাকে মাস্ক ব্যবহার করতে দেখা যায় না বললেই চলে। স্থানীয়রা মনে করেন বাজারে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করলে স্বাভাবিকতা ফিরে আসবে, অন্যথায় নয়।
বিডি প্রতিদিন/আল আমীন