ঝিনাইদহ শ্রমিক সংকটের কারণে এক হতদরিদ্র কৃষকের ৯০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে যুবলীগের নেতকর্মীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দরিগোবিন্দপুর গ্রামের আফজাল হোসেন মন্ডল নামে এক কৃষকের ধান কেটে দেন তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে জমির ধান কাটেন তারা। যুবলীগ নেতা হাসিবুর রহমান শিপনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/আল আমীন