টাঙ্গাইলের সখীপুরে গাজী আব্দুল কাদের (৮০) নামের এক যোদ্ধাহত মুক্তিযোদ্ধার উপর রাতের আঁধারে অতর্কিত হামলা হয়েছে। মঙ্গলবার রাতে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থা খারাপ দেখে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
এ ঘটনা ঘটেছে উপজেলার সোলাপ্রতিমা এলাকায়। মুক্তিযোদ্ধার ছেলে কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার এক ঘণ্টার মধ্যে মো. রাজ্জাক (৪৫), তার স্ত্রী মোমেনা (৩৫) ও ওয়াজেদ মিয়া (৪৮) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) ওমর ফারুখ বলেন, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার রাতে গাজী আব্দুল কাদেরের উপর হামালা করে তার প্রতিবেশীরা। মুক্তিযোদ্ধার হাত ভেঙ্গে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, থানায় মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যে তিনজন আসামিকে গ্রেফতার করে বুধবার সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল