ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা বলার এক পর্যায়ে ফাঁসিতে ঝুলেছেন রুনা বেগম (৩০) নামে এক নারী। বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত রুনা উপজেলার লালপুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী। তিনি এক ছেলে সন্তানের জননী।
আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাহমুদ জানান, আরব আমিরাত প্রবাসী স্বামী রুহুল আমিনের সঙ্গে মঙ্গলবার রাত ১০টার দিকে শ্বশুর বাড়িতে বসে কথার বলার পরই নিজের ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন রুনা। তাৎক্ষণিকভাবে শ্বশুর ও ননদ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। স্বামীর সঙ্গে রুনা ফোনে ঝগড়া করেছিলেন বলে জানা গেছেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম