৬ মে, ২০২০ ১৫:৪৭

নাটোরে দুই প্রাইভেট কারের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

নাটোর প্রতিনিধি

নাটোরে দুই প্রাইভেট কারের সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

নাটোরের বড়াইগ্রামে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আয়রা মণি (৪ মাস) নামে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় একই পরিবারের আরও তিনজনসহ মোট ৬ জন আহত হয়েছেন। 

নিহত আয়রা মণি রাজশাহী জেলার বাঘা উপজেলার মণিপুর গ্রামের বাসিন্দা আকিজ গ্রুপের কর্মকর্তা আতিকুর রহমান সুজনের মেয়ে। তারা বাগাতিপাড়ায় শ্বশুরবাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। 

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহিল বাকি জানান, বুধবার ভোরে রেজুর মোড় এলাকায় বাগাতিপাড়া থেকে ঢাকাগামী প্রাইভেট কারের (ঢাকা মেট্রো ৯ ১৭-২৭১৪) সঙ্গে ঢাকা থেকে ঈশ্বরদীগামী অপর প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ ১২-৮২২৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী প্রাইভেট কারের যাত্রী শিশু আয়রা মণি ঘটনাস্থলেই নিহত ও দুই চালকসহ পাঁচজন আহত হন। 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর