করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয় নিশ্চিত করতে বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘ডক্টরস সেপটি চেম্বার’ চালু করা হয়েছে। বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহাট- ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে এই সেফটি চেম্বার করা হয়।
বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ডক্টরস সেফটি চেম্বারের উদ্বোধন করেন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসানসহ অন্যরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান বলেন, করোনা যুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করণের জন্য এমপি শেখ হেলাল উদ্দীনের উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে অত্যন্ত সময় উপযোগী উদ্যোগটি প্রশংসনীয়।
বিডি প্রতিদিন/হিমেল