বরগুনায় বজ্রপাতে হেলেনা আক্তার জায়েদা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা আক্তার জায়েদার বাড়ি ওই এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন হেলেনার বড় বোন মোমেনা আক্তার (৫০) ও ভাইয়ের স্ত্রী দুলু বেগম (৩২)।
গুরুত্বর অবস্থায় মোমেনা আক্তারকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ছোট দুলু বেগমকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে সকালে ছোট ভাইয়ের স্ত্রী দুলু বেগমকে নিয়ে দুই বোন মোমেনা ও হেলেনা ক্ষেতে খেসারীর ডাল তুলতে যান। এসময় ঝড়ো হাওয়া আর বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে ৩ জনে ক্ষেত থেকে উঠে আসতে শুরু করেন। কিন্তু এর আগেই প্রচণ্ড বেগে বিদ্যুৎ চমকিয়ে বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই জায়েদা নিহত হন।
এসময় মুমূর্ষ অবস্থায় জায়েদার বড় বোন মোমেনাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুলু বেগমকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ নিয়ে ১২ দিনের ব্যবধানে বজ্রপাতে জেলায় ৩ জনের মৃত্যু হলো
বিডি প্রতিদিন/এনায়েত করিম