বগুড়ার নন্দীগ্রামে পানির ডোবা থেকে ফাতেমা খাতুন (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে ডোবা থেকে লাশ উদ্ধারের পর থানা পুলিশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গৃহবধূর স্বামী আল-আমিনকে (২৫) আটক করে থানায় নেয়া হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, বুধবার সকাল ১০ টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের একটি ডোবাতে লাশ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধার করা হয়। তার গলায় দাগ রয়েছে। নিহত ফাতেমা নন্দীগ্রামের ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে। প্রায় ২ বছর আগে বিয়ের পর থেকে স্বামীকে নিয়ে সে পিতার বাড়িতে বসবাস করতো। তার একটি ১০ মাসের কন্যা সন্তান রয়েছে। একই এলাকার কৈগাড়ী গ্রামের বাসিন্দা আল আমীন পেশায় রাজ মিস্ত্রি।
বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্বামী আল আমিনকে আটক করা হয়েছে। পারিবারিক কলহ ছিল বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার